ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় দেয়াল ধসে মাদ্রাসা ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
খুলনায় দেয়াল ধসে মাদ্রাসা ছাত্র নিহত

খুলনা: খুলনায় সামসুল উলুম মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নাসরুল্লাহ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত ও আব্দুল্লাহ আল জোবায়ের (১২) নামে আরেক ছাত্র আহত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টায় মহানগরীর খান জাহান আলী থানার আটরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্ররা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পরে।

তাদের উদ্ধার করে দামোদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাসরুল্লাহ মারা যায়।

‍নিহত ও আহতরা মাদ্রসার হেফজ খানার ছাত্র বলে জানান এসআই।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমআরএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।