ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফেলে যাওয়া পোরশে আটকের ঘটনায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ফেলে যাওয়া পোরশে আটকের ঘটনায় তদন্ত কমিটি ফেলে যাওয়া বিলাসবহুল পোরশে

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ফেলে যাওয়া বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার ও এ বিষয়ে অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ পরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গাড়ির প্রকৃত মালিক এবং অপরাধের ধরণ ও মাত্রা নির্ধারণ করে কমিটি সুপারিশ করবে।

কমিটির অপর দুই সদস্য হলেন- শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ও বিজয় কুমার রায়।

সহকারী পরিচালক দিপা রানী হাওলাদার স্বাক্ষরিত এ অফিস আদেশে বুধবার (১২ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশের কপি

গত সোমবার (১০ এপ্রিল) হাতিরঝিলে পরিত্যক্ত অবস্থায পোরশে গাড়িটি জব্দ করা হয়।  শুল্ককরসহ গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

গাড়িটি উদ্ধারের বিষয়ে সে সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, হাতিরঝিলে ফেলে যাওয়া একটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটির ভেতরে চাবি পাওয়া গেছে।

ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। তাতে লেখা আছে, গাড়ির মালিক স্বেচ্ছায় শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তরের ইচ্ছায় গাড়িটি এখানে রেখে গেলো।

মইনুল খান আরো বলেন, গাড়ি ফেলে রাখার খবর পেয়ে হাতিরঝিলে সকাল পৌনে ১০টায় গিয়ে দেখা যায়, মধুবাগ সংলগ্ন ব্রিজের উপর গাড়িটি পড়ে আছে।

**বিলাসবহুল গাড়ি ফেলে মালিক লাপাত্তা

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।