ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বৈসাবির বর্ণাঢ্য র‌্যালি খাগড়াছড়িতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বৈসাবির বর্ণাঢ্য র‌্যালি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে বৈসাবি উৎসব/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: এখন উৎসবের নগর পার্বত্য চট্টগ্রাম। বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ঘিরে নতুনভাবে সেজেছে তিন পার্বত্য জেলা। পাহাড়িরা নতুন বছরকে স্বাগত জানায় বৈসাবি উৎসবের মধ্যদিয়ে।

বুধবার (১২ এপ্রিল) সকালে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসাবি উৎসব। অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণ‍াঢ্য র‌্যালি।

সকাল ১০টায় শহরের মধুপুর এলাকা থেকে সার্বজনীন বৈসাবি উদযাপন পরিষদের উদ্যোগে এ র‌্যালি বের করা হয়।

এতে চাকমা, মারমা, ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ বর্ণিল সাজে অংশ নেয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
খাগড়াছড়িতে বৈসাবি উৎসব/ছবি: বাংলানিউজ
এসময় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, শিক্ষাবিদ অর্ধেন্দু শেখর চাকমা, ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোসিত চাকমা বকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।