বুধবার (১২ এপ্রিল) সকালে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসাবি উৎসব। অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণাঢ্য র্যালি।
এতে চাকমা, মারমা, ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ বর্ণিল সাজে অংশ নেয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
![খাগড়াছড়িতে বৈসাবি উৎসব/ছবি: বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Pic-Khagrachari-0120170412130748.jpg)
এসময় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, শিক্ষাবিদ অর্ধেন্দু শেখর চাকমা, ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোসিত চাকমা বকুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এএ