ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশসহ আটক ৪

বান্দরবান: বান্দরবানে পুলিশ কনস্টেবলসহ ৪ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থকে ২টি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেলের কাগজপত্র এবং কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে পুলিশ কনস্টেবল তাপস (২৬) ও জনী চৌধুরীকে (২৩) বান্দরবান সদর থেকে, জুয়েল ধরকে (২৪) হাটহাজারি থেকে ও পুলিশ কনস্টেবল ইমনকে (২৬) সাতকানিয়ার কেরানীহাট থেকে আটক করা হয়।

সোমবার (১০ এপ্রিল) গভীর রাত থেকে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল পর্যন্ত ওইসব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে জেলা শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে স্থানীয়রা পুলিশ কনস্টেবলসহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়। এসময় তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার দুপুরে সাতকানিয়ার কেরানীহাট ও চট্টগ্রামের হাটহাজারি থেকে আরো ২ জনকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মোটরসাইকেল চুরিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ চার জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।