ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরে ১৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সূবর্ণচরে ১৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক ১৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক ফারুক

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার চরজব্বর ইউনিয়নের মধ্যম চরবাগগা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফারুক ওই গ্রামের ছাবেদুল হকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গাঁজা ব্যবসায়ী ফারুক দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে সূবর্ণচর উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী দরে বিক্রি করতো।

খবর পেয়ে বুধবার সকালে গাঁজা ব্যবসায়ী ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেসময় তার বাড়ি থেকে দুই বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

তিনি আরো জানান, আটক ফারুকের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।