ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ২০ মন জাটকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
লৌহজংয়ে ২০ মন জাটকাসহ আটক ৩

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা নদীর পাড় থেকে ২০ মন জাটকাসহ তিন জনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১২ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি‍রা হলেন- দোলন হালদার (৩৫), আবুল কাশেম (৩০) ও আলমগীর মাদবর (৩৮)।

কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মো. সাইফুল্লা বাহার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাওয়া এলাকার পদ্মানদীর পাড়ে অভিযান চালানো হয়। এসময় ২০ মন জাটকাসহ তিনজনকে আটক করা হয়।

জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।