ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে অস্ত্রসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সাভারে অস্ত্রসহ ২ যুবক আটক সাভারে অস্ত্রসহ ২ যুবক আটক

সাভার (ঢাকা): সাভারে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন এলাকাবাসী। বুধবার (১২ এপ্রিল) সকালের দিকে সাভারের জামসিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উত্তর জামসিং এলাকার ফয়সাল মোহাম্মদ রাহিম (১৮) ও জামসিং সোলায়মান মার্কেট এলাকার মোহাম্মদ মিয়া (১৮)।  

এলাকাবাসী জানায়, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে তারা জামসিং এলাকায় যাচ্ছিলো।

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্লাকে জানালে তিনি তাদেরকে আটক করেন।

আটক হওয়া যুবকদের একটি ব্যাগ তল্লাশি করলে ব্যাগে দু’টি চাপাতি, একটি বড় ছুরি, কয়েকটি লোহার পাইপ পাওয়া যায়।

এলাকাবাসীর অভিযোগ, আটক দুই যুবক জামসিং, ভাটপাড়া, জালেশ্বর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি করতো। এর আগেও তাদের নামে চুরি-ডাকাতিসহ সাভার মডেল থানায় এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন।

সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, থানায় খবর দেওয়া হয়েছে। কিন্তু এখনো কেউ আসেন নি।

বাংলাদেশস সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।