ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাস চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
মাগুরায় বাস চাপায় পথচারী নিহত

মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা ভাঙ্গা ব্রিজ এলাকায় বাসের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম রাঘবদাইড় ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

মাগুরা হাইওয়ে পুলিশের (এসআই) আলফাজ মাহমুদ বাংলানিউজকে জানান, সকালে ইছাখাদা ভাঙ্গা ব্রীজ এলাকায় ঝিনাইদহ থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সিরাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিরাজ‍ুল মারা যান এবং বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসের ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।