বুধবার (১২ এপ্রিল) দুপুর ১১টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জাকির মুলাদীর খুদরত আলী সরদারের ছেলে এবং কাউনিয়া থানাধীন পাসপোর্ট এলাকায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়দের খবরের মাধ্যমে জাকিরের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএস/এএটি/জেডএস