ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় শাকের পাড়া মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সাতক্ষীরায় শাকের পাড়া মেলা সাতক্ষীরায় শাকের পাড়া মেলা

সাতক্ষীরা: ব্রাহ্মি শাক ব্রেইনের জন্য উপকারী, তেলাকচু ডায়াবেটিসের মহৌষধ, কচুর পাতা চোখের জন্য ভাল, থানকুনি তো সবার চেনা। এমন সব চেনা-অচেনা বিভিন্ন প্রজাতির শাক কুড়িয়ে এনেছিলেন গ্রামের বধূরা। এই শাক নিয়ে বসেছিল পাড়া মেলা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার জেয়ালা গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই পাড়া মেলার আয়োজন করা হয়। মেলায় কোন শাক লতা-পাতার কি গুণ তা জানতে মেলায় এসেছিলেন গ্রামের বৃদ্ধ-বণিতা সকলেই।

মেলায় ২০ জন গৃহবধূ গ্রামের বিভিন্ন জায়গা থেকে কচুর ডাটা, থানকুনি, কলমি, হেলাঞ্চা, সাঞ্চি, বেতশাক, কলার মুচা, ডুমুর, বউটুনি, কাটানুটি, ঘোড়া গাদো, ঘুমশাক, খুদ কলসি শাক, পেপুল, বুনো ধনে পাতাসহ প্রায় অর্ধশতাধিক প্রজাতির ভেষজ ও খাদ্যগুণ সম্পন্ন শাক-লতাপাতা প্রদর্শন করেন।

এতে সর্বোচ্চ সংখ্যক শাক প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন- জেয়ালা গ্রামের মরিয়ম বেগম, দ্বিতীয় হন কুলসুম ও তৃতীয় হন জেসমিন আরা। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কৃষি পরামর্শক ইমদাদুল হক, ফকির চাঁদ ঢালি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- বারসিকের গবেষণা সহকারী আসাদুল ইসলাম, সাঈদুর রহমান ও যুব সংগঠক ফজলুল হক, সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য ওমর ফারুক রণি, সুমন দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।