ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ৩ গ্রামের মানুষ পেল পাকা রাস্তা ও বিদ্যুৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
শ্রীপুরে ৩ গ্রামের মানুষ পেল পাকা রাস্তা ও বিদ্যুৎ শ্রীপুরে ৩ গ্রামের মানুষ পেল পাকা রাস্তা ও বিদ্যুৎ

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার খালিয়া-খড়িচাইল গ্রামের ৩০৮টি পরিবার বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পেল নতুন পাকা সড়ক।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে খালিয়া-খড়িচাইল গ্রামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) এটি এম আব্দুল ওয়াহ্হাব এ পাকা সড়ক ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান এম এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অব্দুল ওয়াহহাব এমপি ছাড়া আরো বক্তব্য রাখেন-মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী আবদুল হানিফ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহফুজুর রহমান প্রিন্স, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সামাজসেবক কামাল হোসেন শিকদার প্রমুখ।
 
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, ১ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে খালিয়া-খড়িচাইল গ্রামের সাড়ে ৭ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করে ৩০৮টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

এলজিউডির নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার বলেন, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে খালিয়া খড়িচাইলে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে।

এলাকাবাসী মিহির মিত্র বলেন, বিলের মধ্যে ৫-৬ কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিয়ে তাদের তিন গ্রামের মানুষদের উপজেলা সদরের চলাফেরা করতে হত। বিশেষ করে বৃষ্টির সময় প্রচণ্ড কাদা হওয়ায় গুরুতর অসুস্থ রোগিদের ৪ জনে মিলে খাটিয়ায় করে হাসপাতালে নিতে হত। পাকা এ রাস্তা নির্মাণের সঙ্গে সঙ্গে বিদ্যুতায়নের ফলে দীর্ঘদিন পরে হলেও এলাকাবাসীর দুভোর্গ লাঘব হয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।