ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে সৌদি রিয়‍ালসহ একজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
শিবালয়ে সৌদি রিয়‍ালসহ একজন আটক আটকের প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে একলাখ চার হাজার ৭০০ সৌদি রিয়ালসহ সফিকুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

আটক সফিকুল সাতক্ষীরা সদর উপজেলার বহরকড়া গ্রামের মওলা বক্সের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, জব্দকৃত সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকার সমপরিমাণ। এ বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞ‍াসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সফিকুল ইসলাম সৌদি রিয়াল নিয়ে ঢাকায় যাওয়ার পথে আটক হয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।