৫ মিনিটের রাস্তা কেউ কেউ পাড়ি দিচ্ছেন দেড় থেকে দুই ঘণ্টায়। বাংলা বর্ষবরণের একদিন আগে রাজধানীতে যানজটের এ অবস্থায় হাঁপিয়ে উঠেছেন নগরবাসী।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় যানজটের চিত্র তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। রাজধানীর ভিআইপি সড়কগুলোতেই যানজটে আটকা পড়ার কথা বেশি জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সূত্র জানায়, কোনো ভিআইপি মুভমেন্ট নয়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে বেশি গাড়ি রাস্তায় নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর সড়কের খিলক্ষেত থেকে জসিমউদ্দিন মিনিট দুয়েকের রাস্তায় ৫০ মিনিট লেগেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিজা তাসনিমের।
ফেসবুকে রাস্তার যানজটের সব মুহূর্তের তথ্য জানার অর্ধ লক্ষাধিক মানুষের ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে ছিলো যানজটে আটকে পড়ার একের পর এক চিত্র।
সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সজিব নামে আরেকজন জানান, ফার্মগেট থেকে নিউমার্কেট যেতে তার সময় লেগেছে এক ঘণ্টা ১০ মিনিট।
সন্ধ্যা ৬টায় বনানী থেকে আজিমপুরের উদ্দেশ্যে রওনা দেন বিপাশা চৌধুরী। রাত পৌনে ৯টার দিকে তিনিও গাড়িতে রাস্তায় বসে এটাকে ‘জঘন্য অবস্থা’ বলে মন্তব্য করছেন।
নায়েম রুমেল নামে একজন বনানী ফ্লাইওভার থেকে ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে রাস্তায় থেমে থাকা গাড়ির ছবি শেয়ার জানাচ্ছিলেন তীব্র যানজটের কথা।
আরেকজন বলছেন, ‘ঢাকার সড়ক আজ যেন রণক্ষেত্র’।
রাস্তার যানজট দেখে একজন প্রশ্ন ছুঁড়েছেন- কাল কি হরতাল? হরতালের আগের দিনে সন্ধ্যায় যে রকম যানজট দেখা যায় ঠিক সে রকম অবস্থা মনে হচ্ছে তার।
আরেকজন বলছিলেন, বাম্পার টু বাম্পার জ্যাম, যতদূর চোখ যায়।
ধানমন্ডি ২৭ এলাকা থেকে হাসিব আব্দুল্লাহ নামে একজন জানান, রাস্তার ৭০ শতাংশ জুড়ে গাড়ি পার্কিং। বাকিটুকুতে কেমন চলবে গাড়ি?
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মফিজুর রহমান জানান, কোনো কোনো দিন মানুষ যখন রাস্তায় বেশি বের হয়ে যায় তখন এরকম অবস্থার সৃষ্টি হয়।
তার ধারণা ‘আজকেও একই সময়ে বেশি লোক রাস্তায় বের হয়েছেন। বিকেলে অফিস শেষে একযোগে বাসা-বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছেন বলেই এ যানজট। ’
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসএ/জেডএস