ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পাওনা আদায়ের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
পাওনা আদায়ের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন

ঢাকা: পাওনা টাকা আদায়ের মামলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) ঢাকার ২য় যুগ্ম জেলা জজ শাহাদাৎ হোসেন এ সমন জারি করেন। আগামী ২৩ মে সমন জারি প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।

গত ৩০ মার্চ ঢাকার সাভারের মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ মামলাটি দায়ের করেছিলেন।

মামলার নথী সূত্রে জানা যায়, ঢাকার আশুলিয়ার জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ১৬২ বিঘা জায়গা ভরাটে ৫০ লাখ সিএফটি বালু সরবরাহের জন্য বাদীর প্রতিষ্ঠানকে কাজ দেয়। বাদী ৫ কোটি টাকার বালু ভরাট করে।

গ্রামীণ টেলিকম ট্রাস্ট বাদীকে ১ কোটি ৭ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা বিল দিলেও বাকি টাকা আর দেননি।

এমন অভিযোগ এনে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. ইউনূসসহ ১২ জনের নামে এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।