ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় সংবাদকর্মীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
কুলাউড়ায় সংবাদকর্মীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জঙ্গি রিপনের দাফনের স্থান/ ছবি: বাংলানিউজ

কুলাউড়া থেকে ফিরে: জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের দাফনের চিত্র ধারণের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের বাড়িতে জঙ্গি রিপনের লাশ দাফনের তাৎক্ষণিক চিত্র যাতে গণমাধ্যমে প্রকাশ না হয় সেজন্য সংবাদকর্মীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফলে জানাজা এবং অন্যান্য আলোকচিত্র বা ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পারেননি সংবাদকর্মীরা। সংবাদ সংগ্রহের জন্য চার-পাঁচ ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাদের।

বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় পর্যন্ত সংবাদকর্মীদের নিরাপত্তার কথা বলে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরবর্তীতে পৌনে ৪টার দিকে জঙ্গি রিপনের লাশ দাফনের স্থানে গিয়ে কোনো পুলিশকে ওই স্থানে দায়িত্বপালনরত অবস্থায় পাওয়া যায়নি।

পুলিশি পাহারা না থাকার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ সাবুলদোহা বাংলানিউজকে বলেন, কে বলেছে পুলিশি পাহারা নেই? পুলিশ আশেপাশেই রয়েছে।

সাংবাদকর্মীদের দীর্ঘক্ষণ প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বলেন, উপরের নির্দেশ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।