ফলে জানাজা এবং অন্যান্য আলোকচিত্র বা ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পারেননি সংবাদকর্মীরা। সংবাদ সংগ্রহের জন্য চার-পাঁচ ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাদের।
বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় পর্যন্ত সংবাদকর্মীদের নিরাপত্তার কথা বলে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরবর্তীতে পৌনে ৪টার দিকে জঙ্গি রিপনের লাশ দাফনের স্থানে গিয়ে কোনো পুলিশকে ওই স্থানে দায়িত্বপালনরত অবস্থায় পাওয়া যায়নি।
পুলিশি পাহারা না থাকার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ সাবুলদোহা বাংলানিউজকে বলেন, কে বলেছে পুলিশি পাহারা নেই? পুলিশ আশেপাশেই রয়েছে।
সাংবাদকর্মীদের দীর্ঘক্ষণ প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বলেন, উপরের নির্দেশ রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিবিবি/এমজেএফ