ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি সম্পৃক্ততায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
জঙ্গি সম্পৃক্ততায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

বরিশাল: বরিশালে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মা। বুধবার (১২ এপ্রিল) নগরের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার মৃত মালেক হাওলাদারের স্ত্রী লুৎফন্নেছা বকুল বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে বাদীর ছেলে বাহাউদ্দিন বাহাদুরকে গ্রেফতারের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন মামলার লিখিত অভিযোগের বরাত দিয়ে জানান, বাহাউদ্দিন বাহাদুরের মা লুৎফন্নেছা বকুল তার ছেলেকে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে মামলায় উল্লেখ করেছেন।

বিভিন্ন সময় টাকার জন্য মা লুৎফন্নেছা বকুলকে মারধর করে টাকা নেয় এবং সংগঠনে দান করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মায়ের কাছে সম্পত্তি বিক্রি করে টাকা দাবি করেন।

কিন্তু তিনি টাকা দিতে অপারগতা জানালে মা লুৎফন্নেছা বকুলকে মারধর করে ঘরের চাবি কেড়ে নেন বাহাউদ্দিন বাহাদুর। এক পর্যায়ে আলমিরা ভেঙে নগদ ১০ হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার এবং সম্পত্তির দলিল নিয়ে পালিয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।