ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৯ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বেনাপোলে ৯ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ মাদক বিক্রেতা জাহাঙ্গীর মোড়ল আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রাম থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর মোড়ল (১৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যরা।

বুধবার (১২ এপ্রিল) আটকের পর রাত ১১টার দিকে ইয়াবাসহ তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়। আটক জাহাঙ্গীর মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ২ নম্বর ঘিবা গ্রামের বাসিন্দা।

তার বাবার নাম মুজিবর মোড়ল।

র‌্যাব-৬-এর যশোর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাব্বি হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ঘিবা গ্রামে জাহাঙ্গীর মোড়ল নামে এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযানে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেনসহ তাকে আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক মাদক বিক্রেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত/২০০৪) ১৯ (১) টেবিল ৯ (খ) ধারায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে যশোর আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এজেডএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।