বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কায়েস মোল্লার ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার (১২ এপ্রিল) বিকেলে চাঁদপুর গ্রামে আব্দুল্লার ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে গোসল করছিল। সেসময় তাদের দুইজনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ