ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ডাকাত সন্দেহে আটক-৯

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
রূপগঞ্জে ডাকাত সন্দেহে আটক-৯ রূপগঞ্জে ডাকাত সন্দেহে আটক-৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় নয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার গোলাকান্দাইল এলাকার জমির আলীর ছেলে মনু, সিরাজুল সিকদারের ছেলে পারভেজ সিকদার, আয়নাল সিকদারের ছেলে জনি সিকদার, মজিবুর সিকদারের ছেলে অনিক সিকদার, ছালামের ছেলে সোহেল রানা, কামাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, আবু শাহিদের ছেলে আজিজুল হাকিম, খলিলুর রহমানের ছেলে সেলিম মিয়া, বড়ালু এলাকার ছলিম উদ্দিনের ছেলে ফারুক ওরফে কিলার ফারুক।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল হক জানান, ভোরে একদল ডাকাত হোড়গাঁও এলাকায় প্রবেশ করেছে বলে এলাকাবাসী চিৎকার শুরু করে।

এসময় স্থানীয়দের সহযোগিতায় ওই নয়জনকে ডাকাত সন্দেহে আটক করা হয়।

আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০‍১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।