নারায়ণগঞ্জ আদালত চত্বর
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন নামে আরো এক পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। একই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের ম্যানেজার ছিলেন জামাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষণা করেছিলেন আদালত।
রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন শুরু থেকেই পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।