ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাবিতে শুরু হলো ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ঢাবিতে শুরু হলো ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ ঢাবিতে শুরু হলো ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’

ঢাকা: চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ নামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

ঢাবি উপাচার্য আ আ ম স  আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে সপ্তাহব্যাপী এ ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রমের সূচনা করা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান ও ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়, যার মূল উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে ডাস্টবিনে ময়লা ফেলার সচেতনতা গড়ে তোলা এবং জীবাণুমুক্ত বাংলাদেশ গড়া।

বাংলা নববর্ষকে বিবেচনায় রেখে এ কার্যক্রমটি সাজানো হয়। কারণ এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে অসংখ্য জনসমাগম হয় এবং স্বাভাবিকভাবেই ক্যাম্পাসটিতে আবর্জনার পরিমাণ অনেক বেড়ে যায়। এ আবর্জনা পরিষ্কারে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইনটি রেখেছে দৃষ্টান্ত মূলক উদাহরণ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।