ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে আরিফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পথচারী হাসান জানান, সকাল সোয়া ৮টার দিকে তাকে কুড়িল বিশ্বরোড রেললাইনে পড়ে থাকতে দেখা যায়।
তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পারিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতার মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এজেডএস/জিপি/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।