ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলপুরে বোমা সদৃশ কৌটা উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ফুলপুরে বোমা সদৃশ কৌটা উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বোমা সদৃশ কৌটা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে কৌটাটি উদ্ধার করা হয়। এ নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্র জানায়, উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য শরীফ আহম্মেদের চেয়ারের ঠিক পেছনে কাপড় পেঁচানো একটি খালি কৌটা দেখতে পাওয়া যায়।

এ নিয়ে শুরু হয় হুলস্থুল কাণ্ড। আতঙ্কে অনেকে দৌড়ে ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আসলে আতঙ্ক ছড়াতেই একটি খালি কৌটা কে বা কারা ফেলে রেখে গেছে। জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শরীফ আহাম্মেদ বাংলানিউজকে জানান, এটি কোনো ষড়যন্ত্রকারীর হীন প্রচেষ্টা। যারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বাস করে না তাদের কাজ হতে পারে এটি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএএএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।