বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর সূত্রাপুরের লহ্মীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নারীর আনুমানিক বয়স ৩০ বছর।
স্থানীয় পথচারী আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, লহ্মীবাজারের ‘রতন জর্দ্দা’ কারখানার সামনে দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলছিলো। এ সময় একটি বুলডোজার ঘোরানোর সময় ওই নারীর সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, সকাল থেকেই উচ্ছেদ অভিযান চলছিলো। অভিযান শেষের দিকে সিটি করপোরেশনের শ্রমিকদের বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পারিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ওই নারীকে ঢামেকে নিয়ে আসলে দুপুর ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এজেডএস/আরআর/টিআই