ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

উচ্চশিক্ষায় ব্যয় বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
উচ্চশিক্ষায় ব্যয় বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল: আগামী জাতীয় বাজেটে উচ্চশিক্ষার ব্যয় পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সংগঠনের জেলা কমিটির সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির দপ্তর সম্পাদক মামুন হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসিবুল ইসলাম ও বাসদ জেলা সমন্বয়ক বদরুদ্দোজা সৈকত প্রমুখ।

বক্তরা বলেন, এমনিতেই সাধারণ শ্রেণীর অভিভাবকরা সন্তাদের পড়ালেখার খরচ যোগাতে হাঁপিয়ে ওঠেন, সেখানে অর্থমন্ত্রী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বেতন পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব করেছেন। মৌলিক অধিকার হিসেবে শিক্ষা যেখানে অবৈতনিক হওয়া উচিত, সেখানে উল্টো বেতন বাড়ানোর প্রস্তাব পুরোটাই অযৌক্তিক।

এটা করা হলে ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।