ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

অসুস্থ ছেলেকে কিডনি দিতে চেয়েও পারছেন না মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
অসুস্থ ছেলেকে কিডনি দিতে চেয়েও পারছেন না মা রাশিদুল

ঢাকা: ছেলের দু’টো কিডনিই অকেজো হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন, তার শরীরে অন্তত একটি কিডনি হলেও প্রতিস্থাপন করতে হবে। অকূল পাথারে পড়ে জননী মা-ই সিদ্ধান্ত নিলেন কিডনি দেওয়ার। কিন্তু তা-ও পারছেন না। কিডনি দিতে চেয়েও অর্থাভাবে ছেলেকে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেতে হচ্ছে নির্বাক হয়ে।

বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম দক্ষিণপাড়ার রাশেদুলের কিডনি প্রতিস্থাপনের অর্থযোগানের জন্য এখন হৃদয়বান-বিত্তবানদের দ্বারে হাত পেতেছেন তার বাবা নাসির ও মা রাশেদা বেগম।

হতদরিদ্র নাসির-রাশেদা দম্পতির দুই ছেলে-মেয়ের মধ্যে রাশেদুল বড়।

পরিবারের একমাত্র সম্পদ নাসিরের আয়ের উৎস একটি ভ্যান। প্রতিনিয়ত সংসারে অভাব দেখে ভ্যানচালক বাবাকে সহযোগিতা করতে কিছুদিন আগেই ১৮ বছর বয়সী রাশেদুল মোটর শ্রমিকের কাজে যোগ দেয়।  

জীবনের এ লড়াই শুরু হতে না হতেই তার দু’টি কিডনিই অকেজো হয়ে পড়েছে বলে জানা যায়। এরপর থেকেই রাশেদুলের দিন কাটছে বাড়িতে শুয়ে শুয়ে। সারাদিন ভ্যান চালিয়ে বাবা নাসির প্রামাণিক যা আয় করেন, সেটি দিয়ে সংসারের খরচ করার পর বাড়তি টাকা থাকলে ছেলের জন্য ওষুধ কেনেন তিনি।  

নাসির বলেন, অর্থের অভাবে আমার ছেলেটা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। ছেলেকে বাঁচাতে তার মা রাশেদা বেগম নিজের একটি কিডনি দিতে প্রস্তুত রয়েছেন। কিন্তু সেটি প্রতিস্থাপনের জন্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন। এই টাকা কোনোভাবেই যোগাড় করতে পারছি না। চোখের সামনে ছেলের মৃত্যু দেখা ছাড়া কোনো রাস্তা নেই আমার।

রাশেদুলের কিডনির সমস্যা দেখা দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলামের কাছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে ডা. শহীদুল জানান, একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে রাশেদুলকে বাঁচানো সম্ভব হবে।

এই অবস্থায় রাশেদুলের বাবা ভ্যানচালক নাসির ও মা রাশেদা তাদের একমাত্র ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের সহযোগিতা চেয়েছেন।

কেউ রাশেদুলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে পারেন।
রাশেদুল ইসলাম
সঞ্চয়ী হিসাব নং: 100089638
সোনালী ব্যাংক, কাহালু শাখা, বগুড়া।  
এছাড়াও সহযোগিতা পাঠাতে পারবেন বিকাশে- 01736-091100 (ব্যক্তিগত)।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।