ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দুদকে জমা না দেওয়ায় আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সবমিলিয়ে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

আবদুস সালামকে ২০১৬ সালের ৩ নভেম্বর কমিশনে সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে স্ত্রীসহ তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত সব ধরনের সম্পত্তির বিবরণ, দায়-দেনা, আয়ের উৎস বিবরণ সাত কর্মদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়। কিন্তু জমা না দেওয়ায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করে দুদক।

এছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ইটিভির প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ২ মার্চ সালামের বিরুদ্ধে একটি মামলা করে কমিশন। একই বছরের ১৩ এপ্রিল আরও একটি মামলা করে সংস্থাটি। প্রায় ৩০ হাজার ইউরো ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয় এ মামলায়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসজে/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।