বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
আবদুস সালামকে ২০১৬ সালের ৩ নভেম্বর কমিশনে সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে স্ত্রীসহ তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত সব ধরনের সম্পত্তির বিবরণ, দায়-দেনা, আয়ের উৎস বিবরণ সাত কর্মদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়। কিন্তু জমা না দেওয়ায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করে দুদক।
এছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ইটিভির প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ২ মার্চ সালামের বিরুদ্ধে একটি মামলা করে কমিশন। একই বছরের ১৩ এপ্রিল আরও একটি মামলা করে সংস্থাটি। প্রায় ৩০ হাজার ইউরো ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয় এ মামলায়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসজে/এএটি/জেডএস