বুধবার (১৩ এপ্রিল) রাত থেকেই জেলায় সকল বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে তল্লাশি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকিগুলোকে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়।
উন্মুক্ত স্থানে আয়োজিত সকল অনুষ্ঠান সরকারি নির্দেশনাক্রমে বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতেও অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে র্যাব, পুলিশ, ডিবিসহ জেলার সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিনটি উপলক্ষে সাদা পোশাকে পুলিশের নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা পহেলা বৈশাখ উপলক্ষে সতর্ক অবস্থানে থাকবে। সাদা পোশাকের পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, সকল বাহিনীর সদস্যদেরকেও অ্যালার্ট থাকতে বলা হয়েছে।
তিনি জানান, মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তার জন্য পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে বাঙ্গালির এ উৎসব পালনের জন্য অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
জিপি/আরআই