ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঢাকা: সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বাংলানিউজকে জানান, সুনামগঞ্জের ২৮টি বাঁধ নির্মাণের জন্য ১২৬টি প্যাকেজের মধ্যে ১১৬টি প্যাকেজের দরপত্র আহ্বান না করে প্রায় ২৫ কোটি টাকার বিল আত্মসাৎ করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এ বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক। তদন্ত কমিটিতে রয়েছেন, দুদকের পরিচালক মো. বেলাল হোসেন, উপ-পরিচালক আব্দুর রহীম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মণি।

বিষয়টি তদারকি করবেন দুদকের মহাপরিচালক আসাদুজ্জামান (তদন্ত)। ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসজে/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।