ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ আনবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ আনবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: জনগণের নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো ধরনের ব্যাগ না নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর রমনা উদ্যানের বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজনের নিরাপত্তা পরিস্থিতি পযর্বেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে কেউ কাঁধে ব্যাগ কিংবা হাতে করে ব্যাগ নিয়ে বের হবেন না।

ব্যাগ বাসায় রেখে আসবেন। যদি কেউ বের হন তবে যেখানে-সেখানে নিরাপত্তা বাহিনী তল্লাশি করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা প্রয়োজনীয় জিনিস নেবেন। আইডি কার্ড সঙ্গে রাখবেন। প্রফেশনের বাইরে কেউ ব্যাগ নিয়ে বাইরে বের হবেন না।

তিনি বলেন, শুধু রমনা বটমূলই নয়, সারাদেশে বিভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। সেজন্য রাজধানীসহ সারাদেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।

‘নিরাপত্তার জন্য যা প্রয়োজন সব ব্যবস্থা নিয়েছি। গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী, যত ধরনের সংস্থা রয়েছে সবাই সজাগ রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা সুদৃঢ় করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

তিনি বলেন, সবাইকে অনুরোধ করতে চাই, সবার জন্য এই অনুরোধ, কোনো মোটরসাইকেল আরোহী দ্বিতীয় ব্যক্তিকে যেন মোটরসাইকেলে বহন না করেন। এর ব্যত্যয় ঘটলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। যেখানে প্রয়োজন হবে, সবখানে চেকিং হবে। সারাদেশে এই কার্যক্রম চলছে।

নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে সহযোগিতা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, গাড়ির আরোহী যারা, আমি বিনয়ের সঙ্গে বলবো গাড়ির চালক যেন সবসময় গাড়িতেই অবস্থান করেন। গাড়ি ছেড়ে তারা যেন কোথাও না যান। পার্কিংয়ের পরও যেন কোনো চালক গাড়ি ছেড়ে না যান, কালকের জন্য এ নির্দেশনা দিচ্ছি।

বুধবার (১২ এপ্রিল) রাতে জঙ্গি নেতা ‘মুফতি’ হান্নান ও আরও দুই জঙ্গির ফাঁসির প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেওয়া প্রয়োজন কিনা বা কোনো ধরণের হুমকি আছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হুমকি নেই। কোনো আভাস-ইঙ্গিত নেই। যেটুকু প্রয়োজন সেটাই করছি। নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭/আপডেট ১৯১৬
‌এসজেএ/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।