ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে পিকআপ ভ্যানচাপায় শিশুর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
নবাবগঞ্জে পিকআপ ভ্যানচাপায় শিশুর মৃত্যু

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ ঋষিপাড়ায় পিকআপ ভ্যানচাপায় শ্রাবন্তী মনি (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শ্রাবন্তী একই এলাকার অনন্ত মনি দাসের মেয়ে।

নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন বাংলানিউজকে জানান, দুপুরে শ্রাবন্তী বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এসময় ইট ভর্তি একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।  

তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির চালককে আটক করে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে গাড়িসহ চালক আব্দুল খলিলকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।