ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে বিকেলেই শেষ করতে হবে বৈশাখী উন্মুক্ত অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
না’গঞ্জে বিকেলেই শেষ করতে হবে বৈশাখী উন্মুক্ত অনুষ্ঠান না’গঞ্জে বিকেলেই শেষ করতে হবে বৈশাখী উন্মুক্ত অনুষ্ঠান

নারায়ণগঞ্জ: পহেলা বৈশাখের উন্মুক্ত অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে ঘরোয়া বা কোনো রেস্টুরেন্ট বা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসীম উদ্দীন হায়দার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিদ্যালয় ও কলেজে বর্ষবরণের আয়োজন করা হয়েছে। সব সরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে চাষাঢ়া থেকে।

তবে মঙ্গল শোভাযাত্রায় কেউ মুখোশ ব্যবহার করতে পারবে না, মুখোশ হাতে রাখতে হবে। ভুভুজিলা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।
 
তিনি আরো জানান, সকাল ৮টায় চাষাঢ়া থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। পরে সেখানে অনুষ্ঠান ও বৈশাখী খাবারের পর্ব শেষ করে দুপুর ১২টার মধ্যেই অনুষ্ঠান শেষ করা হবে।
 
জসীম উদ্দীন জানান, বিকাল ৫টার মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে উন্মুক্ত অনুষ্ঠান শেষ করতে হবে। জঙ্গি হামলা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭ 
আরআর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।