ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বর্ষবরণে নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বগুড়ায় বর্ষবরণে নানা আয়োজন

বগুড়া: পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে বাঙালি পুরনো দিনের গ্লানি মুছে ফেলেন। সঙ্গে বরণ করে নেন বাংলা সনের নতুন বছরকে। তাই বগুড়ায় বর্ষবরণে চলছে নানা আয়োজন।

জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নতুন বছরকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
 
এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে জেলা প্রশাসন।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হবে পৌরপার্কে গিয়ে।
 
একইস্থানে জেলা প্রশাসনের সহায়তায় বগুড়া থিয়েটারের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
 
দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি শিশু পরিবার, জেলা কারাগার, হাসপাতালে উন্নত বাঙালি খাবার পরিবেশন, শিশু পরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাবান্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাবন্দিদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
 
সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জাদুঘর, বিনোদন কেন্দ্রগুলো শিশু-কিশোর, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য খোলা রাখা হবে।
 
সকাল সাড়ে ৭টায় বগুড়া জেলখানা মোড় থেকে বগুড়া আর্ট কলেজ শোভাযাত্রা বের করবে। জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিনের শোভাযাত্রা উদ্বোধন করার কথা রয়েছে।  
 
শহরের শহীদ টিটু মিলনায়তনে ও পৌরপার্কে বগুড়া একাডেমি আয়োজন করবে বৈশাখী মেলা। সকাল সাড়ে ৭টায় মঙ্গলপত্র পাঠ, মঙ্গলগীত ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধনী দিনের কার্যক্রম শুরু হবে।  

সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান, পুতুল নাচ, লাঠিখেলা, লোকজগীতি, পালাগান, মাছ কাটার গান, লালনগীতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পান্তা উৎসব অনুষ্ঠিত হবে।
 
পাশাপাশি শিশু একাডেমি নতুন বর্ষবরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দুই দিনব্যাপী আনন্দ মেলা ও নাট্য উৎসবের আয়োজন করবে তারা। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।   
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।