বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বটতলা লাবিব সুপার মার্কেটে ওই গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাবিব সুপার মার্কেটে এসএইচএস কেমিক্যাল নামে গোডাউনে রেখেই বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে অবৈধ ভাবে ব্যবসা করে আসছিলো হাফিজুর রহমান নামে জনৈক ব্যক্তি।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশীদ জানান, কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান বলতে পারবো না। তবে আমরা ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে পাইনি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএস