বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা গ্রামের বাগমারার দুবনের দাড়ীর মাঠ থেকে পুলিশ ওই মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুকুল হোসেন একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আমদ আলীর ছেলে।
নিহত মুকুলের মা আশিরন বেগম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে খাওয়ার সময় অচেনা কয়েকজন লোক মুকুলকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকেলে ওই মাঠে ছাগল চড়াতে গিয়ে আমার ছেলের লুঙ্গি দেখতে পাই। খবর পেয়ে পুলিশ এসে ওই মাঠেই মাটির নিচে মুকুলের মরদেহ খুঁজে পায়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসআই