ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বর্ষবরণে কৃষকের ঘরে-ঘরে চলছে প্রস্তুতি    

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বর্ষবরণে কৃষকের ঘরে-ঘরে চলছে প্রস্তুতি     নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের চাষি মনিবুর রহমান

নওগাঁ: ‘দই, চিড়া, মিষ্টি কিনতে হবে। আজকাই (আজই) বাড়ির মেয়েদের জন্যি শাড়ি, নিজের জন্যি লুঙ্গি-গামছা কিনবো। পয়লা বৈশাখ তাই; বাড়িঘর ধোয়ামোছা করিচ্চি।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তির সকালে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমন প্রস্তুতির কথাই জানালেন, নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের চাষি মনিবুর রহমান।  

শুধু মনিবুর রহমানের বাড়িতেই নয়, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই সাধ্যমত চলছে বর্ষবরণের আয়োজন।

বাঙালি প্রথা অনুযায়ী গ্রামের চাষিরা নিজ নিজ বাড়িতে মাছ-ভাতের আয়োজন করছেন।  

শহরের বাসিন্দাদের মতো গ্রামে বসবাসকারীরা খুব বেশি রঙ্গিন করে উৎসব পালন করেন না। কিন্তু সাদামাটা আয়োজনেও তাদের আনন্দের কমতি থাকে না। নতুন বছরের প্রথম দিনে চাষিরা মাঠে কোনো না কোনো কাজ করতে চান।  

পাহাড়পুর গ্রামের বাসিন্দা নিতাই মালাকার। বংশ পরম্পরায় দেখে আসছেন পহেলা বৈশাখে গ্রামের চাষিদের আয়োজন।  

ষাটোর্ধ এই চাষি বলেন, বছরের প্রতিটি দিনই কোনো না কোনো কাজ থাকে চাষিদের। সফলের মাঠে নতুন-নতুন ফসল উৎপাদনের নেশায় মত্ত থাকেন; তাই উৎসবের দিনগুলো আনন্দে কাটানো সর্বাত্বক প্রচেষ্টা থাকে তাদের।  

বছরের প্রথম দিনটি চাষিদের কাছে খুব গুরুত্বের উল্লেখ করে নিতাই মালাকার জানান, এ দিনে প্রার্থনা করা হয় বছরটিতে ভালো থাকার জন্য, ভালো ফসল পাওয়ার জন্য, নতুন করে শুরু করা হবে সাংসারিক কাজ। তাই সব দেনা-পাওনা পরিশোধের কাজ চলছে।  

বর্ষবরণের প্র্রস্তুতি নিয়ে নিতাইয়ের স্ত্রী কৃষানি সুরেলা বলেন, বছরের প্রথমদিনে নতুন শাড়ি-কাপড় পরতে হবে। কিন্তু তার আগে পুরোনোগুলোকে পরিষ্কার করা হয়েছে। খাবারের আয়োজন করা হচ্ছে। বছরের প্রথমদিনে প্রতিবারের মতো এবারও ক্ষেত মজুরদের দাওয়াত করে খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

চাষিরা বলছেন, আর সপ্তাহ খানেকের মধ্যে ঘরে উঠতে শুরু করবে বোরো মৌসুমের নতুন ধান। তাই অনেকে গোলা ঠিকঠাক করছেন, বাড়ির ছাউনি মেরামত, কৃষি যন্ত্রপাতি ঠিক-ঠাক করে নিচ্ছেন। এভাবেই চলছে কৃষকের ঘরে বর্ষবরণ প্রস্তুতি।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।