বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজ শাখার সভাপতি ওবায়দুর রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, বৈশাখী মেলা উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে স্টল বরাদ্দ নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে সংঘর্ষ হয়।
সূত্রমতে, বৈশাখী মেলার স্টল বরাদ্দ নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর তার অনুসারীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঙ্গে উপজেলা আওয়ামী কার্যালয়ে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে হুমায়ুন গ্রুপের লোকজনের সঙ্গে কুদ্দুস গ্রুপের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ৭ নেতাকর্মী আহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
আরআর/আরআই