ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাঁইজির গানেই বাউল বৈশাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
সাঁইজির গানেই বাউল বৈশাখ সাঁইজির গানেই বাউল বৈশাখ

কুষ্টিয়া: গ্রাম-বাংলার সাধু-বাউলদের উৎসবটা ভিন্ন। তারা সাধারণ মানুষের মতো বাংলা নববর্ষ পালন করেন না। বাংলা বর্ষবরণে নেই তাদের কোনো বিশেষ আয়োজন। প্রতিদিনের মতোই দিনটি পালন করেন তারা।

কুষ্টিয়ার বাউল সালাম শাহ্ বাংলানিউজকে বলেন, আমরা যারা বাউল তারা পহেলা বৈশাখটা বিশেষ ভাবে পালন করি না। আমাদের গুরুরা যেভাবে পালন করতেন আমরা তাদের অনুসরণ করি মাত্র।

তিনি বলেন, পহেলা বৈশাখ বলতে আমরা মনে করি সকাল বেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাওয়া। যারা বড় লোক তারা শখ করে পহেলা বৈশাখ পালন করে। ইলিশ মাছ আর পান্তা খায়। সঙ্গে বাঙালি বিভিন্ন খাবার। আমরা পান্তা ভাত আর কাঁচা মরিচ তো প্রতিদিনই খাই। আমাদের কাছে পহেলা বৈশাখ বলে বিশেষ দিন নেই।

তিনি আরো বলেন, শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, সকালে পান্তা খেয়ে বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আত্মাধিক গান দিয়েই সুরে সুরে পহেলা বৈশাখ পালন করবো। সারাদিন ছোট ছোট গানের আসরের মধ্য দিয়েই আমাদের পহেলা বৈশাখ পালন করা হবে।
 
সাঁইজির গানেই বাউল বৈশাখবাউল সিরাজ শাহ্ বাংলানিউজকে বলেন, একতারা হাতে থাকা মানে সারা বছরই আমাদের উৎসব। লালন শাহ্ এর উৎসব ছাড়া আমাদের কোনো উৎসবেই মন ভরে না। পহেলা বৈশাখে আমাদের বিশেষ কোনো আয়োজন নেই। লালনের গানেই আমাদের যত আনন্দ।

তিনি আরো বলেন, প্রতিদিনের মতো পহেলা বৈশাখেও সাঁইজির মাজারে গিয়ে তার দর্শন নিয়ে গানে গানে দিন পার করবো। পহেলা বৈশাখ বাউলদের কাছে নতুন কিছু নয়, বলে বাংলানিউজকে জানালেন বাউল আজিজ ফকির।

তিনি বলেন, আজকের দিনটা আমাদের কাছে যেমন পহেলা বৈশাখও তেমন। আমাদের কাছে এটা বিশেষ কিছু নয়। কুষ্টিয়ায় বাউল ভক্ত আর সাধুদের স্থান ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়ী। সেখানে পহেলা বৈশাখে নেই কোনো আয়োজন।

বাউলদের পহেলা বৈশাখ পালনের ব্যাপারে জানতে চাইলে লালন মাজারের খাদেম মহম্মদ শাহ বলেন, পহেলা বৈশাখে লালন মাজারে কোনো আয়োজন নেই। আর সাঁইজি পহেলা বৈশাখ পালনের কোনো কথাও বলেননি। তাই সাধু-ভক্ত অনুসারী, ফকির ও বাউলরা পহেলা বৈশাখ বিশেষ ভাবে পালন করেন না।

তিনি আরো বলেন, সাধুরা পহেলা বৈশাখ পালন না করলেও দর্শনার্থীরা পহেলা বৈশাখে লালন মাজারে ভিড় করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।