বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নাজমুল পটুয়াখালীর দশমিনা উপজেলার আবুল খায়েরের ছেলে।
তার মামা শাহিন আলম বাংলানিউজকে বলেন, নাজমুল মিরপুর বাংলা কলেজের মার্কেটিং (২য় বর্ষ) এ অনার্স করছে। আমরা দুপুরে খবরপাই নাজমুল আহত হয়ে মগবাজার ওয়ারলেস কমিউনিটি হাসপাতালে ভর্তি আছে। সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। তবে কিভাবে তিনি আহত হয়ে মারা গেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি শাহিন।
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) সারোয়ার আলম খান জানান, খবর পেয়ে পুরো বিষয়টি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এজেডএস/এসএইচ