বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খায়রুল ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষক আরব আলীসহ কয়েকজন জানান, দুপুরে নিজের জমিতে চাষ করছিলেন খায়রুল। একপর্যায়ে পাওয়ার টিলারের ফালায় আগাছা জমে যায়। খায়রুল তা পরিষ্কারের জন্য পাওয়ার টিলার থামিয়ে নিচে যায়। কিন্তু অসাবধানতাবশত গিয়ারে চাপ পড়লে পাওয়ার ট্রিলার চলতে শুরু করে। এতে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত খায়রুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল ইসলাম খায়রুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ