রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে রিভারভিউ কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হবে।
সেখানে দুই দিনব্যাপী বৈশাখী ও শিশু আনন্দ মেলা এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিন রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা, কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
পহেলা বৈশাখ উপলক্ষে বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও জিয়া শিশু পার্ক সর্বসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে। এছাড়াও স্ব-স্ব প্রতিষ্ঠান সুবিধামত সময়ে স্ব-স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণ ভাবে নববর্ষ উদযাপন করবে বলেও জানানো হয়েছে।
এদিকে, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বিঘ্নে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন। উৎসব উদযাপনে বেশ কিছু নির্দেশনার কথাও জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বৈশাখের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য যে সকল স্থানে বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সে সমস্ত স্থানে ও বিনোদন কেন্দ্রে আরএমপি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।
এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারী থাকবে। নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে নগরবাসীকে পরামর্শ অনুসরণেরও অনুরোধ করেন ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসএস/বিএস