প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মরহুম সিদ্দিক আহমেদ
ঢাকা: চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
সাংবাদিকতায় মরহুমের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী সিদ্দিক আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ক্যানসার আক্রান্ত সিদ্দিক আহমেদ বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএমকে/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।