বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আড়িয়া বাজারে অবস্থিত স্কুলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানায়।
সন্ধ্যায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আয়েন উদ্দিনের মেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবেদা খাতুন বকুল বাংলানিউজকে জানান, ১৮৯৮ সালে আড়িয়া রহিমাবাদ ফ্রি প্রাইমারি নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়।
তখন থেকেই বাজারের রাস্তা ব্যবহার করে শিক্ষার্থীরা যাতায়াত করে আসছে। এখন এসে পুরনো রাস্তাটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে স্কুলের প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে। এতে স্কুলের শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
আড়িয়া-রহিমাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক হায়দার আলী বাংলানিউজকে জানান, কিছুদিন আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে একটি নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয় ‘সরকারি জায়গার ওপর স্কুলের রাস্তা ও প্রধান ফটক নির্মাণ করায় স্কুলের জায়গার ওপর কাঁচা বাজার বসাতে খাজনা আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে মর্মে ইজারাদারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে (প্রধান শিক্ষক) নির্ধারিত তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হচ্ছে। ’
নির্ধারিত তারিখে উপস্থিত হওয়ার পর বাজারের জায়গার ওপর কেন রাস্তা ও গেট নির্মাণ করা হয়েছে মর্মে জানতে চাওয়া হলে লিখিত জবাব দেওয়া হয়।
দুপুরে হঠাৎ করে সংশ্লিষ্টরা এসে স্কুলের সামনে সড়ক ও জনপদ বিভাগের জায়গার ওপর নির্মিত প্রধান ফটক ভেঙে দিয়ে যায়। পাশাপাশি স্কুলে চলাচলের ওই রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলাম বাংলানিউজকে জানান, শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই।
বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমবিএইচ/এএ