বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রামগতি উপজেলার বাসিন্দা মো.ওমর, শাহিন, মাইন উদ্দিন, আলতাফ হোসেন।
এদের মধ্যে শাহিনের দুই হাজার টাকা জরিমানা অপর ৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আইন অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করার দায়ে প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
প্রসঙ্গত, মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদ বৃদ্ধির জন্য এ আইন করা হয়। অমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএস