বিকেলে খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে জগদীশ স্বারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক আড্ডা আয়োজন করা হয়।
এসময় নাচ ও গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা।
অপরদিকে বর্ষ বিদায় ও বর্ষবরণ ১৪২৪ উপলক্ষে গণশিল্পী সংস্থা বরিশাল জেলা কমিটির উদ্যোগে লোকজ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে সন্ধ্যায় অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
লোকজ অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, লালন, হাছন, মুর্শিদী, বাউল, ভাটিয়ালী, আঞ্চলিক ও পুরান দিনের গান পরিবেশন করা হয়। এছাড়া আবৃত্তি ও লোক নৃত্য পরিবেশন করে সংগঠনের কর্মীরা।
অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন বরিশালের বিশিষ্টজনেরা।
এদিকে বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণ, সার্কিট হাউসসহ বিভিন্ন প্রাঙ্গণে বৈশাখ উদযাপন উপলক্ষে সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।
নগরের অভিজাত খাবারের দোকানগুলোতে সাজসজ্জার পাশাপাশি বিভিন্ন খাবারের বিশেষ অফার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএস/জেডএম