বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।
শেখ হাসিনা বেকার যুবকদের কর্মসংস্থানের পথ তৈরি করেছেন জানিয়ে তিনি বলেন, একটি বাড়ি, একটি খামার প্রকল্পের মাধ্যমে সারাদেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে।
সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও একটি বাড়ি, একটি খামার প্রকল্পের ঝালকাঠির উপ-পরিচালক শ্যামা প্রসাদ দে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএস/আরআর/বিএস