ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় বন্যা কবলিত ৪৬০ পরিবারে চাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
পূর্বধলায় বন্যা কবলিত ৪৬০ পরিবারে চাল বিতরণ

নেত্রকোনা: সম্প্রতি পূর্বধলায় অতিবৃষ্টিতে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত ৪৬০টি পরিবারে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর ঘাগড়া এবং ৫ নম্বর ধলামূলগাঁও দুই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে’র সভাপতিত্বে ধলামূলগাঁওয়ের চেয়ারম্যান নুরুল আমিন খান ও ঘাগড়ার চেয়ারম্যান রেজু মিয়া আকন্দসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাল বিতরণ শুরু হয়েছে জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বাংলানিউজে বলেন, পৃথক দুইটি ইউনিয়নে ৪৬০টি পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রত্যেক পরিবারে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।