নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠবে বিভাগীয় নগরী সিলেট। বাঙালিয়ানা আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
বৈশাখে মহানগরী জুড়ে মূল উৎসব থাকলেও শাবিপ্রবি, সিকৃবি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ ক্যাম্পাসসহ শহরতলীর অর্ধশতাধিক স্থানে বর্ষবরণ উৎসবসহ মেলার আয়োজন করা হয়েছে।
এদিকে, শান্তিপূর্ণভাবে বর্ষবরণ উৎসব পালনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নগরবাসীর উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
সিলেট সিটি করপোরেশন: বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন উপলক্ষে সিলেট সিটি করপোরেশন বৈশাখী মেলাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। বর্ষবরণ উপলক্ষে ক্বীনব্রিজের নিচের সুরমার তীরে দেশীয় ঐতিহ্যের সামগ্রীর ৫ দিনব্যাপী মেলা চলবে।
এদিকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। সেই সঙ্গে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী বহনে নিষেধাজ্ঞাসহ একযোগে বা দলগতভাবে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং কোনো ধরনের রং ছিটালে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে।
এছাড়া নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতেও তাদের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এনইউ/এসএইচ