বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুরে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের পরিচালনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইকোপার্কের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ঢাকার ও নারায়ণগঞ্জের ইকো পার্ক নির্মাণের পর নাটোর ও মাদারীপুরে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের এমপি সেলিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ আভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার, বিআইডব্লিউটিএ’র সিবিএ নেতা আবুল হোসেন প্রমুখ।
নৌমন্ত্রী বলেন, এসব পার্ক পরিচালনার জন্য সরকারের যথেষ্ট পরিমাণ জনবল নেই। এজন্য আমরা বেসরকারি পরিচালনায় পার্কগুলো নির্মাণের অনুমোদন দিয়েছি।
নারায়ণগঞ্জ শহরের খানপুরে ঐতিহ্যবাহী বরফকল মাঠ সম্পর্কে নৌমন্ত্রী বলেন, খেলোয়াড়দের মাঠের দাবি অপূর্ণ থাকবে না। যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত এই মাঠটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এই মাঠে খেলোয়াড়রা খেলাধূলা করবে।
নৌমন্ত্রী আরো বলেন, বিএনপি আমলে আদমজীসহ বিভিন্ন কল-কারখানা বন্ধ করে দিয়ে সোয়া লাখ শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া বিশ্ব ব্যাংকের কাছে জিম্মি হয়ে পড়েছিল। আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সমালোচনা করছেন অথচ তিনি ক্ষমতায় থাকাকালে যখন ভারত সফরে গিয়েছিলেন তখন তিনি তিস্তা নিয়ে কোনো কথাই বলেননি।
এর আগে অনুষ্ঠানস্থলের সামনে ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠটি রক্ষার দাবিতে মানববন্ধন করে ক্ষুদে খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ক্লাবের সদস্য, সাবেক খেলোয়াড় ও এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
আরআর/বিএস