ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে গলিত লাশ, খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
রাঙ্গামাটিতে গলিত লাশ, খাগড়াছড়িতে বিক্ষোভ খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার দূর্গম ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় লাশটি পাওয়া যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় পুলিশ।

পরে মাটিচাপা দেয়া অবস্থায় গলিত লাশটি উদ্ধার করা হয়।  

এদিকে উদ্ধার হওয়া লাশটি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোটরসাইকেল চালক সাদিকুর রহমান(২২)র বলে দাবি করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ। গত ১০ মার্চ ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে সাদিকুর ঘিলাছড়ি এলাকায় যান এমন তথ্য জানিয়ে তারা বলছে, এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা।  

এ ঘটনার প্রতিবাদে খাগড়ছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশও করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। বৃহষ্পতিবার রাতে খাগড়াছড়ি সদরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  

এতে বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।

সমাবেশ থেকে বক্তারা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন প্রশাসনের নিরবতার কারণে একের পর এক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। একটি পক্ষ পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। এসময় বক্তারা সমাবেশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারে দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।  

এদিকে মহালছড়ি থানার ওসি সেমায়ূন হোসেনের সাথে যোগযোগ কর হলে তিনি বলেন, আমাদের এখান থেকে (মহালছড়ি) এক মোটরসাইকেল চালক নিখোঁজ হওয়ার ঘটনা রয়েছে। নানিয়ারচরে উদ্ধার হওয়া লাশ ওই মোটরসাইকেল চালকের কিনা এখনো নিশ্চিত হতে পারিনি।

বাংলাদেশ সময় ০১১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।